
রাসায়নিক কীট নাশক ব্যবহার করলে একদিকে যেমন বন্ধু পোকা মারাযায় তেমনি মানব শরীরের অনেক ক্ষয় ক্ষতি করে। আবার তা বাজারে গিয়ে কিনতেও হয়। মাত্রার কম বেশী হলে ফুল , ফলের , গাছের ও মানুষের শরীরের ক্ষতি হয়। ফলের মাধ্যমে শরীরে প্রবেশ করে আবার ফুল ও পাতায় হাত দিলে তা হাতে ও পরে শরীরে প্রবেশ করে। কারন আমরা হাত দিয়েই খাবার খাই, কাঁচা
চামচ ও ছুরি দিয়ে খাবার অভ্যাস আমাদের নেই। সুতরাং হাতের কাছে পাওয়া বা অত্যন্ত সুলভ্য জিনিস দিয়ে কি ভাবে গাছের শত্রু দের নিধন করব তা জানা একান্ত ভাবে জরুরী।
আমরা সাধারণত টবেই বেশী গাছ লাগিয়ে থাকি বা খুব কম জমিতেই শখের বাগান করে থাকি, তাই খুব কম খরচেই আমরা আমাদের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করব। অনেক কটা পদ্ধতি আমি এখানে আলোচনা করব। যেটা আপনারা হাতের কাছে পাবেসেটাই প্রয়োগ করবেন। আসা করি আপনারা সকলেই উপকৃত হবেন।
১/ নিম পাতার নির্যাস :- ১০০ গ্রাম কাঁচা নীম পাতা থেঁতো করে ১ লিটার জলে সারা রাত ভিজিয়ে রাখুন। সকাল বেলা ভালো করে ছেঁকে নিয়ে নির্যাস বের করে নিতে হবে। এইবার এই নির্যাসের সাথে ১ চা চামচ বা ৫ গ্রাম সাবান গূঁড়ো মিশিয়ে সৃর্য ডোবার পরে গাছে ও পাতায় স্প্রে করুন। সাবান গুড়ো ব্যবহার করলে গাছের পাতায় নিমের নির্যাস সহজেই আঁটকে থাকে । যখনিই কীটের প্রাদুর্ভাব হবে আপনি এই ভাবে প্রয়োগ করেতে পারেন।
২/ লঙ্কার নির্যাস :- ২০ টা শুকনো লঙ্কা ভালো করে কেটে নেবেন। এবার ১ লিটার জলে দিয়ে ২০ মিনিট ফোটাতে হবে। মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে ১ চা চামচ বা ৫ গ্রাম সাবান গূঁড়ো মিশিয়ে সৃর্য ডোবার পরে গাছে ও পাতায় স্প্রে করুন। এই মিশ্রন পিঁপড়ে, ল্যাদাপোকা,
দ'য়ে পোকার জন্য বিশেষ কার্যকরি।
৩/ রসুনের নির্যাস : ৫০ গ্রাম রসুন থেঁতো করে নিতে হবে। ২৫ মিলি কেরোসিন তেলে ২৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এর পর ও মিশ্রনে এক গ্লাস জল (২৫০ মিলি ) ও ১ চামচ সাবান গুড়ো মিশিয়ে আলো আসে না এমন জায়গায় রাখতে হবে। এবার যখন প
প্রয়োজন হবে তখন ১ ভাগ নির্যসের সাথে ১০ ভাগ জল মিশিয়ে স্প্রে করলেই হবে।
৪/ ধনে পাতার নির্যাস :-

৫০০ গ্রাম ধনে পাতা বা গাছ ৫০০ মিলি জলে ১০ মিনিট ফোটাতে হবে। এই মিশ্রন পরে গাছে স্প্রে করতে হবে। লালমাকড় ও জাবোপকার জন্য কার্যকরী।
৫/লঙ্কা ও নিমপাতার নির্যাস :

১০ টি ঝাল লাল লঙ্কা ও এক কেজি নিম পাতা ভালো করে থেঁতো করে নিন। ১ লিটার জলে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে নির্যাস ছেকে নিয়ে ২ চা চামচ সাবান গুড়ো ও ১০ লিটার জলে মিশিয়ে দিয়ে স্প্রে করুন।
পরের পর্বে আরোও ঘরোয়া উপকরণ থাকছে। সাথে থাকুন ও আপডেট পেতে
'শখের বাগান' ফেসবুক পেজে লাইক করুন। এখানে ক্লিক করুন
No comments:
Post a Comment